ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ওজিল-গান্ডোগানের স্বাক্ষরিত জার্সি ফেরত পাঠালেন এরদোগান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:০৮, ১ জুলাই ২০১৮

ভক্তদের কাঁদিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে ছিটকে গেল এবারের বিশ্বকাপ থেকে। এ নিয়ে তাদের বিরুদ্ধে উঠেছে সমালোচানর ঝড়। তারই জের ধরে এবার মেসুত ওজিল ও লিকে গান্ডোগানের স্বাক্ষর করা জার্সি ফেরত পাঠালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।   

ওজিল ও গান্ডোগান জার্মানির হয়ে খেললেও জন্মসূত্রে তার্কিশ। তাই বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে তুরস্কের প্রেসিডেন্টের রেসেপ তাইপ এরদোগানের সাথে দেখা করে প্রেসিডেন্টকে নিজেদের স্বাক্ষর করা জার্সি উপহার দেন ওজিল ও গান্ডোগান। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে এমন খবর চাউর করেন ওজিল ও গান্ডোগান। ছবির সাথে ক্যাপশনে লিখেছিলেন, `আমাদের সম্মানীত প্রেসিডেন্টকে জার্সি উপহার।`

বিন্তু ক্যাপশন জার্মানির খেলোয়াড় হয়ে তুরস্কের প্রেসিডেন্টকে কেন ‘আমাদের’ বললেন গান্ডোগান? এতে বিশ্বকাপের আগে সমালোচনা-বিতর্ক উঠে তুঙ্গে। এমনকি ওজিল-গান্ডোগানকে জাতীয় দল থেকে বাদ দেয়ার সুর তুলে জার্মান সমর্থকরা।

সে সময় এসব বির্তক সামাল দিয়ে কোচ জোয়াকিম লো ঐ বির্তক ধামাচাপা দিয়েছিলেন। তবে বিশ্বকাপে হারের পর আবারো নেড়েচড়ে উঠলো বির্তক। কারণ ওজিল-গান্ডোগানের সই করা জার্সি জার্মানিতে ফেরত পাঠিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

সাথে একটি বার্তায় জানানো হয়েছে, ওজিল-গান্ডোগান বিশ্বকাপে ভালো করবেন, এমনটা আশা করেছিলেন এরদোগান। কিন্তু, ওজিল-গান্ডোগান হতাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টকে। তাই জার্সি ফেরত পাঠানো হল। ভবিষ্যতে তাদের সাথে কোন সম্পর্ক থাকবে না এরদোগানের। পাশাপাশি কখনও যেন এরদোগানকে নিজেদের প্রেসিডেন্ট না বলে ওজিল-গান্ডোগান।

এসি

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি